১নং ছক
সুন্নাত / দ্বীন / ইসলাম / শরিয়াত
(১) (২) (৩) (৪) (৫)
ঈমান ইবাদাত হালাল রুজি হক্কুল ইবাদ আত্মশুদ্ধি
(৭৭ শাখা) (সকল শাখা) (সকল শাখা) (সকল শাখা) (সকল শাখা)
২নং ছক
দ্বীন অর্জনের মাধ্যম / দ্বীনের খাদেম
(১) (২) (৩) (৪)
দাওয়াত/ তাবলীগ তা‘লীম তাযক্বিয়া জিহাদ
(ছয় নম্বর ও (মাদরাসার নেসাব) (সুলুকের বিভিন্ন নেসাব) (সকল নেসাব)
পাঁচ কাজ)
৩নং ছক
দ্বীন
(১) (২) (৩)
অর্জন সংরক্ষণ উন্নতি
(ঈমান (১। চোখের হেফাজত (১। নিয়মিত তাহাজ্জুদ
ইবাদাত ২। জবানের হেফাজত ২। নিয়মিত বিশুদ্ধ তেলাওয়াত
হালাল রুজি ৩। কানের হেফাজত ৩। নিয়মিত জিকির
হক্কুল ইবাদ ৪। সর্বঅঙ্গের হেফাজত ৪। আল¬াহর গভীর মুহাব্বাত
আত্মশুদ্ধি) ৫। পরিমিত হালাল খানা ৫। আল¬াহর ওপর ভরসা
৬। মনে মনে ভয় রাখা) ৬। তিন জায়গায় ছবর
(ক) ইবাদাতে ছবর
(খ) গুনাহ ত্যাগে ছবর
(ঘ) মুসিবতে ছবর)
টিকা-১ : দ্বীন তথা ইসলামের পাঁচটি শাখা। মূলত এই পাঁচটি বিষয়ের সমষ্টিই দ্বীন। পরিপূর্ণ দ্বীনদার হতে হলে এই পাঁচটি বিষয়কে তার সকল শাখাসহ কোনো একজন আল¬াহওয়ালার সোহবতে থেকে অর্জন করতে হবে। এই পাঁচটি বিষয়কে সীরাতে মুস্তাকিম তথা আল¬াহকে পাওয়ার সঠিক ও প্রধান রাস্তাও বলা হয়। (সূরা বাকারা : আয়াত ১৭৭)
টিকা-২ : দ্বীনের পাঁচটি বিষয়কে কোন কোন মাধ্যমে অর্জন করা যায় তা ২নং ছকে দেখানো হয়েছে। লক্ষ্য রাখতে হবে, এই চারটি বিষয় দ্বীন পাওয়ার মাধ্যম; এগুলো দ্বীন নয়। দ্বীন অর্জনের এই মাধ্যম চারটি আল¬াহর রাসূল সাল¬াল¬াহু আলাইহি অসাল¬ামের জামানা থেকে চলে আসলেও সময়ের প্রেক্ষিতে এর পদ্ধতি বা সিলেবাস পরিবর্তন হয়েছে। সহজে দ্বীনের ওপর চলার জন্য এগুলো ওলামায়ে কেরামের প্রদত্ত নেসাব বা সিলেবাস। কিন্তু মূল দ্বীন আল¬াহ তা‘আলা কর্তৃক প্রদত্ত রাসূল সাল¬াল¬াহু আলাইহি অসাল¬ামের মাধ্যমে প্রাপ্ত বিষয়। মাধ্যম চারটি অর্জন করলেও একজন দ্বীনদার নাও হতে পারে। একজন মুবালি¬গ হয়ে দ্বীনদার নাও হতে পারে। একজন আলেম হয়ে দ্বীনদার নাও হতে পারে। তেমনি ভাবে একজন পীরের মুরিদ হয়ে বা মুজাহিদ হয়েও দ্বীনদার নাও হতে পারে। দ্বীনদার হতে হলে মূল দ্বীনের পাঁচটি বিষয়কে অর্জন করতে হবে। ২নং ছকের চারটি বিষয়কে প্রধান রাস্তার সাথে মিলিত হওয়ার সংযোগ বা শাখা রাস্তাও বলা হয়।
টিকা-৩ : দ্বীন বা দ্বীনের বিষয়াবলী শুধু অর্জন করলেই হবে না; সেগুলোর বিনিময়ে প্রাপ্ত নেকি বা সাওয়াব কীভাবে সংরক্ষণ করতে হবে এবং সেই সাথে নিজের দ্বীনদারিকে কীভাবে ধীরে ধীরে আরো উন্নতি করা যায় তা ৩নং ছকে দেখানো হয়েছে। দ্বীনের অর্ন্তগত যেকোন বিষয়ের সংরক্ষণের জন্য ছয়টি আমল করতে হবে এবং সেগুলোর উন্নতির জন্য আরো ছয়টি আমল করতে হবে। তবে দ্বীন অজর্ন, সংরক্ষণ ও উন্নতির জন্য এই বারটি আমল অবশ্যই কোনো একজন আল¬াহওয়ালার সোহবতে থেকে অর্জন করতে হবে।