প্রতি আরবী মাসের দ্বিতীয় শুক্রবার মাসিক ইজতেমা স্থান : জিরো পয়েন্ট, বাইতুল উলুম কওমী মাদরাসা , প্রতি বৃহস্পতিবার বাদ আছর সাপ্তাহিক এসলাহী মজলিস ও রাত্রে সবগুজারি এবং প্রতি শুক্রবার বাদ ফজর দাওয়াতুল হকের সাপ্তাহিক মজলিস।

তামান্নায়ে হযরত ওয়ালা দাঃ বাঃ

“ আমার মনে চায় তোমরা কে আছো হে যুবক !
চাই কওমিয়া কিংবা আলিয়ার আলেম হও অথবা
স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হও,
তোমরা যদি নিজেদের আমিত্বকে মিটিয়ে দিতে পার, তাহলে কোম্পানির পণ্য যেমন যুবকদের দ্বারা প্রচারিত হয় তেমনি আমি তোমাদের সাথে মিশে প্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় সুন্নাতসমূহকে উম্মতের ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ্।”    
                                                           
                    -হযরত মাওলানা মুফতী নূরুল আমীন সাহেব