তামান্নায়ে উশ্শাক্বে হযরত ওয়ালা দাঃ বাঃ

Spread the love

হযরত ওয়ালা দাঃ বাঃ এর আশেক্বীন, মুরীদান, মুহিব্বীনগনের অনুভূতি, উপলব্ধী, মুহাব্বাত ও দোয়া, তামান্নায়ে দরদে দিল, হযরত মুহীউস্সুন্নাহ্ আরিফবিল্লাহ্ শাহ্ মুফতী নূরুল আমিন মাঃ জিঃ সম্পর্কে কেমন ? তা মুফতী সাইফুল হক্ব ভাই বড়ই আজিব আন্দাজে তার কবিতায় অন্তরের গভির মুহাব্বাত ও শ্রদ্ধা, ভাষা ও অলংকারের মাধুর্যতা দিয়ে সাজায়েছেন। আমাদের সকলের পক্ষ থেকে তার জন্য দোয়া ও কৃতজ্ঞতা জনাই। আল্লহ্ তাআ’লা তাকে কবূল করেন ও উত্তম বদলা দেন। আমীন।

মজলিসে নুর

আমার রুহু খোরাক পেল তোমার বাণী শ্রবনে
রুহু আমার পেল সুধা তোমার মধুর বয়ানে।
সজীব হলো হৃদয় বীথি খোদার দয়া বরষনে
চক্ষু আমার খোরাক পেল আল্লাহ ওয়ালা দরশনে।
মজলিসে নুর নুরে ভরা দানলো আলোক মোর দিলে
কী এক অনল জ্বালিয়ে দিলো অনবরত এই দিলে।
পোড়ায় আমার দিলটা শুধু ঝরায় আঁসু নয়নে
আমার দিলের সকল রোগের নোসখা দিলে চয়নে।
নফল নামাজ লাগে ভালো তাহাজ্জুদে দিল ভরে
যত ইচ্ছা পড়ি নামাজ তিলাওয়াতে দিল নড়ে।
চায়ের মতো নামাজ পড়ি যখন ইচ্ছা তখন পড়ি
পা ব্যথা হয়, হয়না মনে, দোয়া দরুদ সব পড়ি।
দাম যে আমার নাই কিছুই তবু আমায় দিলে দাম
মলের জলের পোকা আমি পাপে কাটে সোবে শাম।
তোমার দৃষ্টি খোদার দয়ায় আনলো বৃষ্টি মোর হৃদে
পাঁচটি বিষয় রাখছি খেয়াল, পড়ছি নামাজ, নই নীদে।
ভুলছি বাড়ী, ভুলছি ঘর, ভুলছি আপন, ভুলছি পর
শিখছি হেথায় বুঁদ হতে ভাই আল্লাহ প্রেমে জীবনভর।
তোমার দোয়ায় সকল পাপকে দিলাম এবার তিন তালাক
চাইনা পাপে ডুবে ডুবে জাহান্নামে হই হালাক।
মাটির রূপে আসক্তি নয় মাটির মালিক হোক না মোর
পঁচনশীলের দেহের মোহে জ্বলুক না গো আমার গোর।
নইতো মোরা চালাক চতুর আল্লাহ মোদের বুদ্ধি দাও
শুদ্ধি কর পাপ হতে সব, তোমার প্রেমে সিদ্ধি দাও।
আয় খোদা দাও এলেম মোদের দাও আমাদের আমলও
নুরুন আলা নুর করো গো দাও হৃদয়ে সে বলও।
নুরুল আমিন নুরে ভরুক উঠুক আরো শিখড়ে
নুর নবীজির নুরের আলো জ্বলুক হৃদয় শিকড়ে।
লক্ষ প্রাণে বাজুক বীণা আল্লাহ আল্লাহ জিকিরে
লক্ষ প্রাণে জ্বলুক আগুন দ্বীন ঈমানের ফিকিরে।
হাসি থাকুক তার চেহারায় খোদার বাণী বয়ানে
লক্ষ হৃদয় থাকুক খোদার মোরাকাবা ধেয়ানে।
তার হায়াতে বরকত দাও আয় খোদা পাক আয় রহীম
সুখে রেখ তার পরিবার তার সুধীজন আয় কারীম।
মজলিসে নুর চলতে থাকুক হাজার বছর এই দোয়া
করি আমি অধম নাচিজ করি আমি এই দোয়া।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,সাইফুল হক্ব।

আমীন, আমীন,
আমীন,আমীন, আমীন ছুম্মা আমীন ।