সালেকিনদের দৈনন্দিন ওজিফা

Spread the love

সালেকিনদের দৈনন্দিন ওজিফা
১)     দৈনিক কুরআন শরীফ তেলাওয়াত করা, যত বেশি পারা যায়, কমপক্ষে  ১ পারা করে পাড়া ।
২)    দৈনিক ১ মঞ্জিল মুনাজাতে মাকবুল পাঠ করা , কমপক্ষে তার অনুবাদ পড়া ।     
৩)    লা-ইলাহা ইল্লাল্লাহ্ এর জিকির করা। যত বেশি পারা যায়।
       ৩০০, ৫০০, ১০০০, ১২০০ যে যত পারে, কমপক্ষে ৩০০ বার।
৪)     ইসমে জাত” বা “আল্লহ্ আল্লহ্” জিকির করা। যত বেশি পারা যায়।
       ২৪ ঘন্টায় ২৪০০০ বার করার টার্গেট করা।
বি: দ্র: মহিলাগণ “আল্লহ, আল্লহ ” জিকিরের পরিবর্তে “সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ” জিকির করবে।
৫)     ইস্তেগফার’ যত বেশি করা যায়, “সাইয়্যেদুল ইস্তেগফার” সহ কমপক্ষে
       ১০০ বার।
৬)     দুরুদ শরিফ’ পড়া, যত বেশি পারা যায়, কমপক্ষে যে কোন দুরুদ
       ১০০ বার অথবা দুরুদ সালামের’ বইটি আমল করা দিনে ৫ বার,
       সকাল সন্ধ্যা ২বার, বা দৈনিক কমপক্ষে একবার।
৭)     আর ৫টি জিনিসের হেফাজত করবে, ক}চোখের হেফাজত। খ}জিহ্বার হেফাজত। গ}কানের হেফাজত। ঘ}টাখনুর হেফাজত। ঙ}দাড়ির হেফাজত।
৮)     তিন কু’ থেকে বাচতে হবে। ক) কু’ কথা। খ) কু’ দৃষ্টি। গ) কু’ চিন্তা।
৯)     চারটি হক্ব আদায় করতে হবে। ক] আল্লহ্ পাকের হক্ব। খ] রসূল (সাঃ)
    এর হক্ব। গ] কুরআনের হক্ব। ঘ] শায়েখের হক্ব।
 ১মঃ আল্লহ্ পাকের হক্ব ৫টিঃ
১)    শিরক্ মুক্ত ঈমান হাসেল করা।
২)    বিদআ’ত মুক্ত ইবাদাত করা।
৩)    হালাল খাওয়া।
৪)    আল্লহ্ পাকের কোন মাখলুকের হক্ব নষ্ট না করা।
৫)    ইসলাহ্ হওয়া বা আখলাক্ব দুরস্ত করা।

২য়ঃ কুরআন শরিফের হক্ব ৪টিঃ
১) ইজ্জত-সম্মান করা।
২) মুহাব্বাত করা।
৩) সহি শুদ্ধ তিলাওয়াত করা।
৪) হুকুম-আহ্কামের ইতআ’ত করা।

৩য়ঃ নবীজী (সাঃ) এর ৫টি হক্বঃ
১) সমস্ত মাখলুক্বের ভিতর সব থেকে বেশি সম্মান করা।
২) সব থেকে বেশি মুহাব্বাত করা।
৩) তাঁর সমস্ত সুন্নাতের এতআ’ত করা।
৪) মাস্নুন দুআ’ গুলি আমল করা।
৫) তাঁর জন্য দুরুদ শরিফ হাদিয়া পাঠানো।

৪র্থঃ শয়েখের হক্ব ৪টিঃ
১) ইত্তেলা’ বা হালাত জানানো।
২) ইত্তেবা’ বা আনুগত্য করা।
৩) ই’তিক্বাদ বা পূর্ণ বিশ্বাস।
৪) ইনক্বিয়াদ বা সব থেকে বেশি উপকারি মনে করা।