যে ব্যক্তি চারটি হক্ব আদায় করবে, সে অতি সহজে জান্নাতী হবে। সে আলেম না হলেও, আল্লহ্ পাক তাকে স্বিয় ওলী ও মাহবুব বানায়ে নেবেন। সে আখেরাতের নাজাত ও কামিয়াবি লাভ করবে। আল্লহ্ পাকের দোস্ত-বন্ধু হয়ে দুনিয়া থেকে যাবে। সে চারটি হক্ব হলোঃ
ক] আল্লহ্ পাকের হক্ব।
খ] কুরআন পাকের হক্ব।
গ] রসূলে পাক (সাঃ) এর হক্ব।
ঘ] শায়েখের হক্ব।
১মঃ আল্লহ্ পাকের হক্ব ৫টিঃ
১) শিরক্ মুক্ত ঈমান হাসেল করা।
২) বিদআ’ত মুক্ত ইবাদাত করা।
৩) হালাল খাওয়া।
৪) আল্লহ্ পাকের কোন মাখলুকের হক্ব নষ্ট না করা।
৫) ইসলাহ্ হওয়া বা আখলাক্ব দুরস্ত করা।
২য়ঃ কুরআন শরিফের হক্ব ৪টিঃ
১) ইজ্জত-সম্মান করা।
২) মুহাব্বাত করা।
৩) সহি শুদ্ধ তিলাওয়াত করা।
৪) হুকুম-আহ্কামের ইতআ’ত করা।
৩য়ঃ নবীজী (সাঃ) এর ৫টি হক্বঃ
১) সমস্ত মাখলুক্বের ভিতর সব থেকে বেশি সম্মান করা।
২) সব থেকে বেশি মুহাব্বাত করা।
৩) তাঁর সমস্ত সুন্নাতের এতআ’ত করা।
৪) মাস্নুন দুআ’ গুলি আমল করা।
৫) তাঁর জন্য দুরুদ শরিফ হাদিয়া পাঠানো।
৪র্থঃ শয়েখের হক্ব ৪টিঃ
১) ইত্তেলা’ বা হালাত জানানো।
২) ইত্তেবা’ বা আনুগত্য করা।
৩) ই’তিক্বাদ বা পূর্ণ বিশ্বাস।
৪) ইনক্বিয়াদ বা সব থেকে বেশি উপকারি মনে করা।
বিঃ দ্রঃ এর সাথে সাথে সকাল সন্ধ্যার মা’মুলাত ও ওজিফা আদায় করা।