-:নিজ’কে জানুন:- প্রত্যেকের জন্য উচিৎ নিজেকে নিয়মিত ৫টি প্রশ্ন করা। যে ব্যক্তি নিজেকে এই প্রশ্নগুলি করবে, আর সে মতে প্রস্তুতি গ্রহন করবে, সে চির সফলতা অর্জন করবে। কামিয়াবির সর্বচ্চ সোপানে আরহণ করবে। তার মৃত্যু যন্ত্রনা হবেনা। কবর আজাব থেকে বেঁচে যাবে, সেখানে আরামের নিদ্রায় বিভোর থাকবে। হাশরের ময়দানের স্পেশাল গেষ্ট হাউজ, আরশের ছায়াতলের বিশেষ […]