কথা আল্লহ্ তাআ’লা বলেন……
হযরত ওয়ালা আরিফবিল্লাহ্ শাহ্ মুফতী নুরুল আমিন সাহেব দামাত বারকাতুহুম বলেন, আমি যে কথাগুলি বলি, তা কি মুখস্থ করে বলা যায় ? নিজে তৈরি করে বলা যায় ? না, যায়না। তবে এ কথাগুলি কোথা থেকে আসে ! আমি নিজে ও আশ্চার্য হয়ে যায়। এ সব আমার মুরব্বিদের দোআ’র বরকত। আমার উস্তাদদের দোআ’। বাপ-মা এর দোআ’। শায়েখের দোআ’। আমার কিছুই না। আমি একশভাগ বিশ্বাস করি, এ সব হক্ব কথা আল্লহপাক নিজেই বলেন। আমাকে ব্যবহার করেন। বলেন আল্লহ্ তাআ’লা, নাম হয় আমার। আমি কিছুই বলিনা, আমার জবান বলেনা, আল্লহ্ তাআ’লা নিজেই বলেন। এখন আমার বুঝে আসে হযরত (রুমিয়ে জমান, আরিফবিল্লাহ্, হযরত হাকিম আখতার সাহেব রহঃ) কেন ! কি কথা ! বলে গেছেন :
“দারে রাঝে শরিয়াত খোলতি হ্যায়, ঝুবানে এশ্ক্ব যব কুছ বোলতী হ্যায়।”
(১০/০৩/২০১৭ রোজ শুক্রবার, খানকায় বসে, একান্তে এ কথা গুলি যখন হযরত ওয়ালা দামাত বারকাতুহুম বলছিলেন, তখন এ কথাগুলির গভিরতা, অসাধারন প্রভাব, আল্লহ্ তাআ’লার সাথে গভির সম্পর্কের সে বাস্তব হালাত, যে দেখেছে, সে দেখেছে। যা উপলব্ধি করা যায়, লেখা যায় না। যা থাকে দিলের কোনায়, তা কিভাবে দেখবে খাতার পাতায়।)