আল্লহ্ তাআ’লার প্রিয় বান্দা, আশেক্ব বান্দা, মাহ্বুব বান্দা হিসাবে, বাইতুল্লাহ্ এর মুসাফির হিসাবে, হজ্জে
মাব্রুর নসিব হওয়ার জন্য কিছু কাজ করণীয়, কিছু বর্জনীয়, কিছু না করা ভালো। তা হলো ঃ
(ক) যে সকল কাজের প্রতি আসক্তি থাকবে ঃ
১) তওয়াফ
২) তিলাওয়াত
৩) তওবাহ্
৪) জিকির ও
৫) দুআ’।
(খ) যে সকল কাজের প্রতি ঘৃনা থাকবে ঃ
১) কু দৃষ্টি
২) কু ধারনা
৩) ঝগড়া
৪) গীবাত ও
৫) অহংকার।
(গ) যে সকল কাজের প্রতি অনাসক্তি থাকবে ঃ
১) বাড়ির কথা
২) দুনিয়ার অপ্রয়োজনিয় কথা
৩) খাওয়া-দাওয়ার কথা
৪) দুনিয়াবী আসবাবের প্রতি আসক্তি
৫) অহেতুক ঘোরাঘুরি, ইত্যাদি।