হযরত ওয়ালা দাঃ বাঃ এর শানে মুফতী সাইফুল হক্ব ভায়ের আজীমুশ্বান কবিতা ঃ সঞ্জীবন এই মরুভূর তৃষ্ণাতুরে কোন সে পানি করলে দান মরা দিলকে কোন পানিতে সজীবতা করলে দান। দিলের জমিন করলে আবাদ কোন সে তোমার মন্তরে কোন সে প্রেমের অনল শিখা জ্বাললে তুমি অন্তরে। অযুত হৃদে কিসের আগুন করলে তুমি প্রজ্জলন কিসের ব্যথায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে হেথায় প্রেমিক জন। কার প্রেমের দিলে শরাব তৃষ্ণাতুরে আকন্ঠ বুঁদ হয়ে সব সেই শরাবে জিকিরে আজ নিমগ্ন। হাজার প্রাণে জ্বালিয়ে দিলে আল্লাহ প্রেমের দীপশিখা হাজার চোখে আঁসু দিলে কয়টিকে আর যায় লিখা। মালা করে দিলে গলায় নুর নবীজির সুন্নাহকে সুন্নতে পথ মিলবে কাবার বললে তুমি সব লোকে। সুন্নাহ এখন প্রাণবন্ত হাজার লোকের কন্ঠহার এর আগে এই প্রাণগুলি ছিল কেবল অস্থিসার। মুনাজাত আগেও ছিল, ছিলনা এই আঁসুর ঢেউ তৃপ্তি দিলে হাজার হৃদে সবখানে আজ একই ঢেউ। আমার উস্তাদ আমার শায়েখ কবুল কর হে খোদা বরকত দাও তার হায়াতে অপরিসীম হে খোদা। সালিকদেরকে দাও সালিকা চলতে কেবল সুন্নতে তা কিয়ামত বাকী রাখো তোমার দয়া দৌলতে