জীবনের হিসাব কিতাব :

Spread the love

হযরতওয়ালা দামাত বারাকাতুহুম বলেন-

ইদানিং তিনটি কথা খুব মনে হচ্ছে – ১ম কথা – দুনিয়ার জীবনে প্রতিটা মূহুর্তে প্রতিটা কাজের হিসাব নিকাশের জন্য আল্লাহ্ পাক দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন। যাদের কেরামান কাতিবিন বলে। তারা আমার আমল নামায় কি লিখছেন। আল্লাহপাকের কাছে আমার নামে কি রিপোর্ট দিবেন, সেই কথা কি কখনও ভেবেছি।
২য় হলো ঃ ইন্তেকালের মুহুর্তে আল্লাহ্পাক নেককারদের জন্য নাশিতাত ফেরেস্তা পাঠাবেন, যারা অভ্যার্থনার সাথে আল্লাহ্পাকের দরবারে নিয়ে যাবেন, খোশ খবরি ও মারহাবা দিতে দিতে।
আর বদকারদের ভীতি ও আজাবের সাথে জান কবজ করার জন্য পাঠাবেন নাজিআত ফেরেশতা, আমার জন্য কোন ফেরেশতা আসবে তা কি কখনও ভেবেছি?
৩য় বিষয় হলো : কবরের প্রথম ঘাটিতে আমার কাছে প্রশ্ন করার জন্য মুনকার নাকির আসবেন, যারা সঠিক জবাব দেবে, তাদের জন্য জান্নাতের নিয়ামত হবে, আর যারা সঠিক জবাব দিতে পারবে না তাদের জন্য আজাবের স্টিম রোলার।
আমি কি সঠিক জবাব দিতে পারব ? না পারলে কি উপায়ে হবে আমার , কে সাহায্য করবে সেদিন ? কখনও কি ভেবে দেখিছি ?
আলাহ্পাক আমাদেরকে এই বিষয় তিনটি নিয়ে ভবার ও প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন।
( মালফুজাতে আরেফ বিল্লাহ হযরত মুফতি নুরুল আমিন সাহেব দাঃ বাঃ ১৩/০৫/১৬ বাদ আছর যশোর খানকা )