কুনূতে নাজেলা সম্পর্কে হযরতের নির্দেশনা :
হযরত ওয়ালা আরিফবিল্লাহ্ শাহ্ মুফতী নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম (পীর সাহেব
খুলনা) বলেন , আজ মাজলুম রোহিঙ্গা মুসলিমদের সিমাহীন দুঃখ-কষ্টের অন্ত নেই। তাদের
সাহায্যে আজ কেউ নেই। তাদের সমস্যা সমাধানের জন্য এখন একটাই পথ, আর তা হলো, আল্লহ
পাকের কাছে সাহায্য চাওয়া। আল্লহ তাআ’লা সাহায্য করলে সব সমস্যা নিমিষেই সমাধান হবে।
আল্লহ তাআ’লা বলেন, “তোমরা ধৈর্য্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও।”
সুতরাং সকলে নামাজ পড়ে পড়ে দুআ’ কর। ফজরের নামাজে কুনূতে নাজেলা চালু কর। নিজে পড়,
অন্যকে বল। এ কথা, বেশি বেশি প্রচার কর। সকলকে বল। সব জাগা বল। সকল মাধ্যমে প্রচার কর।
ফেসবুক, ইন্টারনেট সবখানে বেশি বেশি প্রচার কর। কুনূতে নাজেলা চালু হলে দেখবা আল্লহ
পাকের রহমাত দ্রুত আসবে ইংশাআল্লহ্ । অতিসত্তর সমাধান নেমে আসবে ইংশাআল্লহ্ ।