১) প্রত্যেক ফরয নামাযের পর এই দু’আ করা :
ربنا لا تزغ قلوبنا بعد اذهديتنا وهب لنا من لدنك رحمة انك انت لوهاب
২) বেশী বেশী এই দু’আ পড়া :
يا حي يا قيوم برحمتك استغيث
৩) মিসওয়াক করা ।
৪) বর্তমান ঈমান যতটুকু আছে তার উপর শুকরিয়া আদায় করা।
৫) গুনাহ থেকে চক্ষুদ্বয়কে হিফাযত করতে থাকা ।
৬) প্রতি ওয়াক্তে একটি আযানের উত্তর প্রদানের পর দুরুদ শরীফ অত:পর দু’আ পড়া।
৭) গুনাহ থেকে বাচতে শিক্ষার নিমিত্তে ও ইসলাহে নফসের উদ্দেশ্যে আল্লাহ্-ওয়ালাদের সুহবাত এখতিয়ার করা এবং তাদেরকে শুধুমাত্র আল্লাহ্- তা’আলার উদ্দেশ্য ভালবাসা।