আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কিছু পরিচয় :

Spread the love

১। আল্লাহপাকের পূর্ণ ক্ষমতা ও ওয়াহদানিয়্যাত এর উপর বিশ্বাসী  হওয়া।
২। মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর পরিপূর্ণ বিশ্বাস ।
৩। আল্লাহপাকের প্রেরিত শেষ নবী মনে করা।
৪। তিন খোদায় বিশ্বাসী না হওয়া ।
৫। ঈছা (আঃ) এর ধর্ম , ইসলাম ধর্ম আসার পর রহিত হয়ে গেছে মনে করা এবং তিনি যখন আসবেন আমাদের নবী ছল্লাল্লহু আলাই ওয়াসাল্লাম এর বিধানের অনুসারী হবেন বিশ্বাস করা।
৬। ঈসায়ী মুসলিম জামাত বলে কোন মুসলিম জাতী বা দল হতে পারে না।
৭। হযুর ছল্লাল্লহু আলাহি ওয়াসাল্লাম কে শেষ নবী মনে করা ।
৮। ” আহমাদি মুসলিম জামাত ” বলে কোন মুসলমান সম্প্রদায় নেই ।
৯। কুরআন শরীফ ৩০ পারা , নামাজ পাচ ওয়াক্ত বিশ্বাস করা।
১০। আল্লাহপাকের ক্ষমতায় কোন বান্দাকে ক্ষমতাবান মনে না করা।
১১। মাজহাব মানা।
১২। নবিগণ (আঃ) কে নিষ্পাপ মনে করা।
১৩। সাহাবিদের সত্যের মাপকাঠি মনে করা।
১৪। ইজমা, কিয়াসে বিশ্বাস করা।
যাদের ভিতর এ সকল বিশ্বাস ও আকিদা থাকবে না , তারা আহলুস্ সুন্নাতিওয়াল জামাআতের অন্তর্ভূত না ।
( হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এর মালফুজাত থেকে ) [vstrsnln_info]