অমূল্য রত্ন :

Spread the love

বিস্মিল্লা-হির রহমা-নির রহীম
সরাসরি জান্নাত লাভের উপায় ৩টি :
(১) কাজ হক

(২) নিয়্যাত হক
                                  
(৩) তরিকা হক

ঈমানের আলামত তিনটি:
(১) দুনিয়ার প্রতি দিল না থাকা

(২) জান্নাতের প্রতি দিল স্থাপন করা

(৩) মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকা

তিনটি গুনাহ্ ছাড়তে পারলে
আল্লাহর ওলী না হয়ে মৃত্যুবরণ করবে না :
(১) চোখের গুনাহ (কুদৃষ্টি)
(২) মুখের গুনাহ (কুকথা)
(৩) মনের গুনাহ (কুধারণা)

        
**রেজায়ে মাওলা সব থেকে আওলা। ** রেজা বিল ক্বজা সব থেকে মজা

বিস্মিল্লা-হির রহমা-নির রহীম
দ্বীন হলো পাঁচটি বিষয়ের নাম :
(১)ঈমান
(২) ইবাদাত
(৩) হালাল-হারাম চেনা
(৪) হক্কুল ইবাদ ও
(৫) আত্মশুদ্ধি

ছয়টি নেক আমল করলে পুরো দ্বীনদার হবে :
(১) সহীহ্ ইলম শিখতে হবে (উপরের পাঁচ বিষয়ের ইলম)
(২) সুন্নাত তরীকায় নামাজ আদায় করতে হবে
(৩) দৈনিক মুরাকাবা, মুহাসাবা করতে হবে
(৪) তাওবায়ে নুসুহ্ করতে হবে
(৫) অসৎসঙ্গ ত্যাগ করতে হবে
(৬) সৎসঙ্গ গ্রহণ করতে হবে

উপরের ছয়টি নেক আমলের সাথে ছয়টি গুনাহ ছাড়তে হবে :
(১) চোখের গুনাহ (২) হারাম খাওয়া (৩) গীবত করা
(৪) জুলুম করা (৫) বদরাগ (৬) অহংকার

        
**রেজায়ে মাওলা সব থেকে আওলা। ** রেজা বিল ক্বজা সব থেকে মজা

বিসমিল্লাহির রহমানির রহীম
দিলের জং / বক্রতা দূর করার জন্য
চারটি গুরুত্বপূর্ণ মুরাকাবা :
===========================================================
(১) ঘুমের দোয়া পড়ার সময় এ কথা মনে করতে হবে- আমি আজকে নিজের বিছানায় নিজেই শুচ্ছি, কিন্তু হায়! অচিরেই এমন একদিন আসবে অন্যরা আমাকে শুইয়ে দেবে, আমি নিজের বিছানায় নিজে শুতে পারব না।
আমল : ঘুমের সময় ইস্তিগফার ও কালিমা তিনবার করে পড়তে হবে।
(২) গোছলের সময় একথা মনে করতে হবে- আমি আজকে নিজেই গোছল করছি, কিন্তু হায়! অচিরেই এমন একদিন আসবে অন্যরা আমার গোছল দেবে, আমি আমার নিজের গোছল নিজে করতে পারব না।
আমল : গোছলের সময় আল্লাহর কাছে অন্তর পাক-ছাফ এর দোয়া করা। আয় আল্লাহ! গোছলের দ্বারাতো উপরের ময়লা দূর হয় কিন্তু যেখানে আমার হাত পৌছায় না অর্থাৎ আমার অন্তরের ময়লাকে আপনি আপনার কুদরতি হাতের দ্বারা পবিত্র করে দিন।
(৩) নামায পড়ার সময় একথা মনে করতে হবে- আমি আজকে নিজেই নামায পড়ছি কিন্তু হায়! অচিরেই এমন একদিন আসবে অন্যরা আমার জানাজার নামায পড়বে, আমি আমার নিজের নামায নিজে পড়তে পারব না।
(৪) মাটি, পানি, বাতাস, আগুন এগুলো দেখলে একথা মনে করতে হবে- এসবের সাথে কতনা মানুষের অংশ মিশে রয়েছে। হায়! অচিরেই এমন একদিন আসবে আমিও মাটিতে মিশে যাব। শরীরের অঙ্গ-প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করতে হবে-এই হাত তুমি একদিন মাটি হয়ে যাবে ? হাত বলবে, এটাও কী মেনে নেয়া যায় ? বলবে, তুমি মান আর নাই মান তোমাকে মাটি হতেই হবে।

আত্মার জটিল ও কঠিন রোগ থেকে বাঁচার নেছাব
*********************************************
১। হিম্মত (জীবনের পণ)
২। দোয়া ও কান্নাকাটি
৩। মাল খরচ (শায়েখের মাধ্যমে)
৪। শায়েখের সাথে গভীর সম্পর্ক
    (যোগাযোগ, হালাত জানানো, ওজিফা আদায়, কিতাব ও বয়ান শোনা)

ফুটনোট : আমি গুনাহ করবো না এরকম হিম্মত করবে। কিন্তু হিম্মত শক্তি পাবে আমল ও সোহবত দ্বারা।

হযরত মাওলানা মুফতী নূরুল আমীন সাহেব
খলীফা-আরেফ্ বিল্লাহ্ হযরত মাওলানা শাহ্ হাকীম মুহাম্মাদ আখতার রহ্ঃ।

@@বায়াত হওয়া ও ওজিফা আদায় করা মূল উদ্দেশ্য নয়। আসল কাজ হলো গুনাহ ছাড়া।@@