প্রতি আরবী মাসের দ্বিতীয় শুক্রবার মাসিক ইজতেমা স্থান : জিরো পয়েন্ট, বাইতুল উলুম কওমী মাদরাসা , প্রতি বৃহস্পতিবার বাদ আছর সাপ্তাহিক এসলাহী মজলিস ও রাত্রে সবগুজারি এবং প্রতি শুক্রবার বাদ ফজর দাওয়াতুল হকের সাপ্তাহিক মজলিস।

হযরতওয়ালা দামাত বারকাতুহুম আগামী ৩০ শে নভেম্বর বুধবার মহিলাদের প্রোগ্রামে তিনটা থেকে বয়ান করবেন ইনশাআল্লাহ। স্থান – দারুল আরকাম কওমী মাদরাস, ইয়াকুব জমাদ্দার সাহেবের বাড়ি, মীরেরডাঙ্গা, ফুলবাড়িগেট, খুলনা। পুরুষদের উদ্দেশ্যে বয়ান করবেন বাদ মাগরিব রং মিল জামে মাসজিদে।