১. মাওলানা সাদ সাহেব সকল শুরা সদস্যের উপস্থিতিতে আলমী শুরা কে মেনে নিবেন। এবং সূরার সদস্যদের বারি বারি করে ফাইসাল হওয়ার বিষয়টি মেনে নিবেন।
২. তিনজন মূল আকাবির হযরত মাওলানা ইলিয়াস রাহ., হযরত মাওলানা ইউসুফ রাহ., হযরত মাওলানা এনামুল হাসান রাহ. কর্তৃক আদর্শিক পথে তাবলীগের কাজ চলবে। কোন নতুন বিষয় সংযোজন এর ক্ষেত্রে সকল শুরা সদস্যের একমত হতে হবে। এবং ইতিপূর্বে যা কিছু তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন তা ফিরিয়ে নিতে হবে।
৩. মাওলানা সাদ সাহেব এর বিভিন্ন বক্তব্যের উপর দারুল উলুম দেওবন্দ ও উলামায়ে কেরাম এর পক্ষ থেকে যে সকল আপত্তি উত্থাপিত হয়েছে তার সন্তোষজনক রুজুনামা পেশ করবেন যাতে উলামায়ে কেরাম আশ্বস্ত হন।
চিঠির মুল কপি
