প্রতি আরবী মাসের দ্বিতীয় শুক্রবার মাসিক ইজতেমা স্থান : জিরো পয়েন্ট, বাইতুল উলুম কওমী মাদরাসা , প্রতি বৃহস্পতিবার বাদ আছর সাপ্তাহিক এসলাহী মজলিস ও রাত্রে সবগুজারি এবং প্রতি শুক্রবার বাদ ফজর দাওয়াতুল হকের সাপ্তাহিক মজলিস।

মজলিশে দাওয়াতুল হক্বের খুলনা বিভাগীয় আমীর প্রাণপ্রিয় শায়েখ মুহিউস সুন্নাহ হযরতুল আল্লাম মুফতী শাহ্ নূরুল আমীন দাঃবাঃ পীর সাহেব হুজুর খুলনার ==== সাতক্ষীরা সফরের সময়সূচি=== ২২ মে: রবিবার বাদ ফযর থেকে ১২.০০= বেনাপোল (৪টি মাদ্রাসায়) বাদ যোহর = পারুলিয়া ও কুলিয়া মাদ্রাসা বাদ আসর= ঘোনা মাদ্রাসা, নেতা বাদ মাগরিব = তারালী রহিমপুর মাদ্রাসা। ২৩ মে: সোমবার বাদ ফযর = কাটিবারহল মাদ্রাসা সকাল ৮.০০ = নাকবাটি মাদ্রাসা সকাল ৯.০০ = থানা মাদ্রাসা, শামনগর সকাল ১১.০০ = শিরিফলকাঠী মাদ্রাসা বিকাল ৩.০০ = পাতড়াখোলা মহিলা মাদ্রাসা বাদ মাগরিব = পাতড়াখোলা কারিমিয়া মাদ্রাসা।