প্রতি আরবী মাসের দ্বিতীয় শুক্রবার মাসিক ইজতেমা স্থান : জিরো পয়েন্ট, বাইতুল উলুম কওমী মাদরাসা , প্রতি বৃহস্পতিবার বাদ আছর সাপ্তাহিক এসলাহী মজলিস ও রাত্রে সবগুজারি এবং প্রতি শুক্রবার বাদ ফজর দাওয়াতুল হকের সাপ্তাহিক মজলিস।

দারুল আরকাম কওমী মাদরাসার উদ্যোগে আগামীকাল ২০ শে ডিসেম্বর মঙ্গলবার, তিতলতলা জামে মসজিদ, মীরেরডাঙ্গা খানজাহান আলী, খুলনাতে ইসলাহী মজলিস অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম সাহেব নায়েবে মুহতামিম জামিয়া রশিদিয়া গোয়ালখালী খুলনা এশা বাদ বয়ান করবেন উস্তাজুল আসাতিজা মহিউস সুন্নাহ শাহ মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুম, পীর সাহেব খুলনা। খলিফা শাহ হাকিম আক্তার করাচি, পাকিস্তান।