প্রতি আরবী মাসের দ্বিতীয় শুক্রবার মাসিক ইজতেমা স্থান : জিরো পয়েন্ট, বাইতুল উলুম কওমী মাদরাসা , প্রতি বৃহস্পতিবার বাদ আছর সাপ্তাহিক এসলাহী মজলিস ও রাত্রে সবগুজারি এবং প্রতি শুক্রবার বাদ ফজর দাওয়াতুল হকের সাপ্তাহিক মজলিস।

ছালেকের পরিচয় বা আল্লাহপাকের পথের পথিকের পরিচয়

ছালেকের পরিচয় বা আল্লাহপাকের পথের পথিকের পরিচয়
আল্লাহপাকের পথের পথিকের পরিচয় হলো খাদেম হওয়া , ছালেক এর গুন খেদমত করা । খেদমত অর্থ নিজকে ছোট মনে করিয়া নিজের হক কে ছোট করিয়া নিজের আরামকে ছোট করিয়া অন্যের হককে অন্যের আরামকে অন্যের সম্মানকে বড় করিয়া নিজে খেদমত না নিয়া অন্যকে আরাম পৌছান, অন্যকে বেশী সম্মান দান করা , নিজের হক কেউ দিক বা না দিক , তবুও অন্যদের হক কড়ায় গন্ডায় আদায় করা । বড়কে সম্মান করা, ছোটকে স্নেহদান করা , সমাজের উলামাকে যোগ্য মর্যাদা দান করা , অন্যের দরদ, কষ্টকে নিজের কষ্ট অপেক্ষা বেশী অনুভব করা , ইহাই তাছওউফের আসল উদ্দেশ্য ।
    একজন ছালেক এক জন খাদেম , পরিবারের খাদেম প্রতিষ্টানের খাদেম , সমাজের খাদেম হলো এই ব্যক্তি ।
    ইসলাহের মূলই হলো খাদেম বনা । ছালেক মানে খাদেম।