প্রতি আরবী মাসের দ্বিতীয় শুক্রবার মাসিক ইজতেমা স্থান : জিরো পয়েন্ট, বাইতুল উলুম কওমী মাদরাসা , প্রতি বৃহস্পতিবার বাদ আছর সাপ্তাহিক এসলাহী মজলিস ও রাত্রে সবগুজারি এবং প্রতি শুক্রবার বাদ ফজর দাওয়াতুল হকের সাপ্তাহিক মজলিস।

আল্লামা মুফতি নুরুল আমিন দাঃবাঃ, পীরসাহেব খুলনা হযরতের ইসলাহি মাজলিস আগামি ১৭ ই সেপ্টেম্বর কাত্তিককুল উত্তরপাড়া বাইতুন নূর (মাসজিদ মাদরাসা)

আল্লামা মুফতি নুরুল আমিন দাঃবাঃ, পীরসাহেব খুলনা হযরতের ইসলাহি মাজলিস আগামি ১৭ ই সেপ্টেম্বর কাত্তিককুল উত্তরপাড়া বাইতুন নূর (মাসজিদ মাদরাসা)। প্রয়োজনে মাওলানা জাহিদুর রহমান মোবা : 01917736373