রোজাদারের আমল

Spread the love

রোজাদারের আমল
******************************************************************************************
পবিত্র রমাজান মাসের রোজা সম্পর্কে কুরআন ও হাদীসে বর্ণিত ফজীলত পাওয়ার জন্য নিম্নের ছয়টি শর্ত পালন করে রোজা রাখতে হবে। কোনো একটি শর্ত পাওয়া না গেলে রোজার ফরজ আদায় হবে কিন্তু রোজা বরকত ও ফজীলত শূন্য হবে।
                        ছয়টি শর্ত :
                                ১। চোখের হেফাজত
২। জবানের হেফাজত
                                ৩। কানের হেফাজত
       ৪। অন্যান্য অঙ্গের হেফাজত
   ৫। পরিমিত হালাল খানা
                    ৬। কবুলের ব্যাপারে মনে মনে ভয় রাখা
রোজা আরো উন্নত ও মর্যাদাবান হবে যদি উক্ত ছয়টি শর্ত পুরোপুরি রক্ষার পর আরো ছয়টি আমল করা যায়।
             উক্ত ছয়টি আমল হলো:
        ১। নিয়মিত তাহাজ্জুদ আদায়
                   ২। নিয়মিত কুরআন বিশুদ্ধ তেলাওয়াত
                              ৩। নিয়মিত জিকির
       ৪। আল¬াহর গভীর মুহাব্বাত
  ৫। আল¬াহর ওপর ভরসা
৬। তিন জায়গায় ছবর
                                            (ক) ইবাদাতে ছবর
                                               (খ) গুনাহ ত্যাগে ছবর
                                           (গ) মুসিবতে ছবর
– শায়েখ মুফতী নূরুল আমীন সাহেব দামাত বারাকাতুহুম