নামাজের ভেতর ধ্যান সৃষ্টির ৭ টি আমল :-

Spread the love

# চোঁখের দৃষ্টির সাথে সম্পর্কৃত ৫ টি ।
১)    দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানে ।
২)    রুকু অবস্থায় দুই পায়ের মাঝে/ পাতার দিকে ।
৩)    সেজদা অবস্থায় নাকের ডগার দিকে ।
৪)    বসা অবস্থায় নিজের কোলের দিকে ।
৫)    সালাম ফিরানোর সময় উভয় কাঁধের দিকে ।
৬)    দাঁড়ানো অবস্থায় উভয় পায়ের মাঝে ৪ আঙ্গুল পরিমান ফাঁকা রাখা । সামনে পিছে সমান এবং ক্বেবলা মূখি রাখা ।
৭)    সিজদা অবস্থায় উভয় হাতের আঙ্গুলগুলি মিলিয়ে ক্বেবলা মুখি রাখা।