Spread the love

                                                    হযরত ওয়ালা দাঃ বাঃ এর সংক্ষিপ্ত পরিচিতি

নাম : নুরুল আমিন, কুনিয়াত : আবু মুহাম্মাদ, উপাধি : মুহিউস্ সুন্নাহ, আরিফবিল্লাহ,

পিাতা : মরহুম আবু বকর রহ:

মাতা : মরহুমা সাইমুনা আফরোজা বেগম।

জম্ন স্থান : শাহজির কান্দি, পোস্ট : মুসাপুর বাজার, থানা : মাগুরা সদর, জেলা : মাগুরা।

ফাজেল : দারুল উলুম হাটহাজারি, অত:পর - দাওরা ও ইফতা : দারুল উলুম দেওবন্দ।

খলিফা : আরিফবিল্লাহ শাহ্ হাকিম মুহাম্মাদ আখতার ছাহেব রহ:, করাচি , পাকিস্তান ।

আসাতিজায়ে কেরাম : ক্বারি তৈয়্যিব ছাহেব রহ:, মুফতি মাহমুদুল হাসান ছাহেব রহ:,

মুফতি আহমাদুল হক্ব ছাহেব রহ:, শাহ্ আহমাদ শফি দা: বা:।

খেদমত : শায়খে বুখারি রায়ের মহল মাদরাসা, আমির- মাজলিসে দাওয়াতুল হক্ব, আমির- মাজলিসে আহলুস সুন্নাহ,
প্রাক্তণ মুহাদ্দিস ও মুফতি : দারুল উলুম খুলনা ।

প্রতিষ্ঠাতা পরিচালক : বা্ইতুল উলুম মাদরাসা , খুলনা।